প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। শনিবার (২৮ জুন) সুইজারল্যান্ডের লুজানে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। 'এফ' গ্রুপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এবারই প্রথম হকিতে ২৪টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও কোরিয়া।
চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে বলেন, '২৭ জুলাই থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। আমাদের সঙ্গে একজন বিদেশি কোচ থাকবেন। তিনি তিন মাস দলকে কোচিং করাবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে সেটা নিশ্চিত হবে।'
বাংলাদেশ দল বিশ্বকাপ হকিতে জায়গা করে নিয়েছিল আশিকুজ্জামান ও মওদুদুর রহমান শুভ'র কোচিংয়ে। দুই জন দুই পর্বের টুর্নামেন্টে কোচিং করিয়েছেন। অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে উঠানো কোচ শুভ ড্র নিয়ে বলেন, 'তিনটি দেশের হকিই বাংলাদেশের চেয়ে এগিয়ে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের শক্তির তারতম্য থাকবে। বাংলাদেশের প্রস্তুতি ভালো হলে অবশ্যই বিশ্বকাপে লড়াই করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক: মো: এমদাদুল হক
মোবাইল : ০১৭৬০-২১২১৯২
নিউ মার্কেট বাজার (বঙ্গবন্ধু সুপার মার্কেটের পেছনে) ২ তলা,এন.এস.রোড কুষ্টিয়া।
ই-মেইল: emdadulmilon1992@gmail.com
ই-পেপার কপি