প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১:১৬ পি.এম
কুষ্টিয়ায় কাঁচা মরিচের বাজারে আগুন

কুষ্টিয়ায় এক সপ্তাহের ব্যবধানে ৬০টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতে আমদানি কম থাকায় এই দাম বৃদ্ধি পেয়েছে বলছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণেই সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে স্বল্প আয়ের মানুষেরা বিপাকে পড়ছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে কুষ্টিয়া পৌর বাজারে গিয়ে দেখা গেছে, এক সপ্তাহ আগে যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে তা আজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।
কুষ্টিয়া পৌর বাজারে আসা বিল্পব আহমেদ নামে এক ক্রেতা বলেন, গত সপ্তাহে যে কাঁচা মরিচ কিনেছি ৬০ টাকা কেজিতে তা আজ কিনতে হলো ২০০ টাকায়। আমরা নিম্ন আয়ের মানুষ। দিন এনে দিন খেতে হয়। হঠাৎ এভাবে দাম বৃদ্ধি পেলে সংসার চালাবো কিভাবে। নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছে।
এদিকে অস্বাভাবিক ভাবে কাঁচা মরিচের বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাজারে আসা ক্রেতা-সাধারণ।
মরিচ বিক্রেতা মহির আলী বলেন, কাঁচা মরিচের দাম উঠানামা নির্ভর করে আমদানির ওপর। এখানে ব্যবসায়ীদের কোনো হাত থাকে না। বৃষ্টির কারণে আমদানি কম বেশি দামে কিনতে হচ্ছে এ কারণেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমদানি স্বাভাবিক হলেই দাম কমে আসবে বলে জানান এই মরিচ বিক্রেতা।
কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। অসাধু কোন ব্যবসায়ী যদি কোন অজুহাতে দাম বৃদ্ধি করে।তবে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: এমদাদুল হক
মোবাইল : ০১৭৬০-২১২১৯২
নিউ মার্কেট বাজার (বঙ্গবন্ধু সুপার মার্কেটের পেছনে) ২ তলা,এন.এস.রোড কুষ্টিয়া।
ই-মেইল: emdadulmilon1992@gmail.com
ই-পেপার কপি