ঢাকাFriday , 11 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিজ্ঞান-প্রযুক্তি
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. ভ্রমণ
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার মোল্লাতেঘড়িয়ায় এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়ার মোল্লাতেঘড়িয়ায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া- রাজবাড়ী মহাসড়কের মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া হোমিও কলেজের পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন একময় ছিনতাইকারীরা রফিকুল ইসলামকে মেরে গাছে ঝুলিয়ে রেখে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে।

নিহত রফিকুল ইসলাম কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে, সে আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

নিহত রফিকুলের মা হালিমা খাতুন বলেন, গতকাল রাত ৯টার পর থেকে আমার ছেলে রফিকুলের সাথে আমরা কোন যোগাযোগ করতে পারিনি, অনেক খোজাখুজির পর আজ সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। আমার ছেলেকে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সকালে গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটোচালক রফিকুলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত চলছে, তদন্তের পরে বিস্তারিত জানাযাবে।

এদিকে এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।