কুষ্টিয়ার মোল্লাতেঘড়িয়ায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া- রাজবাড়ী মহাসড়কের মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া হোমিও কলেজের পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন একময় ছিনতাইকারীরা রফিকুল ইসলামকে মেরে গাছে ঝুলিয়ে রেখে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে।
নিহত রফিকুল ইসলাম কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে, সে আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
নিহত রফিকুলের মা হালিমা খাতুন বলেন, গতকাল রাত ৯টার পর থেকে আমার ছেলে রফিকুলের সাথে আমরা কোন যোগাযোগ করতে পারিনি, অনেক খোজাখুজির পর আজ সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। আমার ছেলেকে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সকালে গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটোচালক রফিকুলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত চলছে, তদন্তের পরে বিস্তারিত জানাযাবে।
এদিকে এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।
সম্পাদক ও প্রকাশক: মো: এমদাদুল হক
মোবাইল : ০১৭৬০-২১২১৯২
নিউ মার্কেট বাজার (বঙ্গবন্ধু সুপার মার্কেটের পেছনে) ২ তলা,এন.এস.রোড কুষ্টিয়া।
ই-মেইল: emdadulmilon1992@gmail.com
ই-পেপার কপি