“গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কোন রাষ্ট, এনসিপির ভাইদের যে অবস্থার সৃষ্টি হয়েছে এটা কোন ভাবেই কাম্য নয়” বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও কুষ্টিয়া সদর ৩ আসনের জামায়াতে ইসলামী’র সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করার লক্ষে শহরে র্যালী শেষে এই মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, গোপালগঞ্জে আজকের এই দৃশ্যগুলো দেখে আমরা আরও জোরালো ভাবে দাবি জানাচ্ছি গণহত্যার বিচার আগে হতে হবে। জাতীয় সমাবেশ উদ্দেশ্য এবং যে ৭টি দাবি দেওয়া আছে এর মধ্যে গনহত্যার বিচার আগে হওয়া দরকার। আগামীতে যে এ ধরনের কোন পরিস্থিতি না হয় সে কারনে আামদের জাতীয় সমাবেশ।
এসময় র্যালীতে কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেয়।
উল্লেখ,আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।