১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪ এর গণঅভ্যুত্থানের অগ্রনায়ক, বারবার ছাত্রলীগের হামলার শিকার,গুম থেকে ফেরত আশা, সাবেক সমন্বয়ক, গাইবান্ধা জেলার কৃতি সন্তান নাহিদ হাসান কবি নজরুল সরকারি কলেজের ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
তরুণ এই ছাত্রনেতা স্কুল জীবন থেকেই যে কোন অন্যায় দেখলে প্রতিবাদ করতেন।
সময়ের সাথে সাথে নিজেকে আরও পরিণত করেছেন।তিনি জানান, এটি শুধু একটি পদ নয়, এটি আল্লাহ প্রদত্ত একটি বিশাল দায়িত্ব, একটি মহান চেতনার প্রতিনিধিত্ব।
আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ থেকে ২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদ কে এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের পূর্বসূরি নেতৃবৃন্দকে, যাদের সংগ্রাম ও ত্যাগের ভিত্তিতে আমরা আজকের এই অবস্থানে।
আজকের এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের ঐক্য, আমাদের ন্যায়ের পক্ষে অবস্থান, এবং শিক্ষার্থী সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা।
আমি এই সংগঠনের আদর্শকে বুকে ধারণ করে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে একটি দায়িত্বশীল, সক্রিয় এবং শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সামনে আমাদের অনেক কাজ অধিকার আদায়ের আন্দোলন, ক্যাম্পাসে সুশাসন প্রতিষ্ঠা, ছাত্র সংসদের নির্বাচন, এবং সকল বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া সহ মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা এবং দারিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পাশে সর্বদা থাকা।
আসুন, আমরা দল-মত, অঞ্চল কিংবা ব্যক্তিগত মতপার্থক্য ভুলে একতাবদ্ধ হয়ে কাজ করি।
ছাত্র অধিকার আমাদের জন্মগত অধিকার – আর তা আদায়ে আমরা কেউ পিছিয়ে থাকবো না।
জয় হোক অধিকার আন্দোলনের, জয় হোক শিক্ষার্থীদের।