ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিজ্ঞান-প্রযুক্তি
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. ভ্রমণ
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় এক সপ্তাহে দেড় কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

Link Copied!

কুষ্টিয়ায় গত এক সপ্তাহে বিভিন্ন অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত অভিযানে ১০ বোতল বিদেশী মদ, ২০ বোতল ফেন্সিডিল, ৭০০ গ্রাম হেরোইন, ৫,২৮৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ১৯,১১২ প্যাকেট নকল বিড়ি, ১,৪৫০ পিস চকলেট বাজি, ২,৩৬৫.৫ কেজি চায়না দুয়াড়ী ও কারেন্ট জাল, ২,৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন, ২,৭৪০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট এবং এক জন অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

উদ্ধারকৃত মাদক ও পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৩১০টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদকপাচারসহ সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।