কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অন্তর্গত মনোহরদিয়া ইউনিয়নে ৯০ বছরের এক বৃদ্ধা ও তার পুত্রবধূকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মোঃ রোকনুজ্জামান (বিল্লাল) মনোহরদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সেক্রেটারি এবং মৃত মোসলেম মণ্ডলের পুত্র।
ঘটনাটি ঘটে গত ১৪ আগস্ট, ২০২৫, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে ইউনিয়নের বলরামপুর গ্রামে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, এলাকায় চাঁদাবাজি ও জমি দখলে বাধা দেওয়ায় এই নৃশংস হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত রোকনুজ্জামান (বিল্লাল) তার মেজো ভাই আশিকুজ্জামান (তৈয়ব) এর নেতৃত্বে বলরামপুর গ্রামের আকবর আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা আকবর আলীর স্ত্রী মোছাঃ আলেয়া খাতুনের (৫০) মাথায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে, এতে তিনি গুরুতর রক্তাত্ত জখম হন। তাকে বাঁচাতে শ্বাশুড়ি বাহারন খাতুন (৯০) এগিয়ে এলে হামলাকারীরা তার মাথায়ও গুরুতর আঘাত করে।
আহত আলেয়া খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃদ্ধা বাহারন খাতুনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, ৯ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারির পদ পাওয়ার পর থেকেই রোকনুজ্জামান (বিল্লাল) এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি দখলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগেও তার বিরুদ্ধে অনেকবার নারী কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয়েছে এবং জেল খেটেছে।
এই ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় কমিটি এবং কুষ্টিয়া জেলা কমিটির জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসাথে, তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© চ্যানেল বাংলা
সম্পাদক ও প্রকাশক: মো: এমদাদুল হক
মোবাইল : ০১৭৬০-২১২১৯২
মা-মনি সুপার মার্কেট,(তৃতীয় তলা),এনএস রোড কুষ্টিয়া
ই-মেইল: dailyanusandhanpratidin@gmail.com