ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিজ্ঞান-প্রযুক্তি
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. ভ্রমণ
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

টিকটকে এবার যেসব সুবিধা যোগ হলো

Link Copied!

বন্ধুদের সঙ্গে শুধু ভিডিও শেয়ার নয়, এবার আরও সহজে যোগাযোগ করা যাবে টিকটকে। জনপ্রিয় এই প্ল্যাটফর্ম এখন সরাসরি ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর সুবিধা চালু করেছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ জানিয়েছে, এই নতুন ফিচারটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। তবে এটি শুধু সেই অ্যাকাউন্টগুলোর জন্য প্রযোজ্য, যেখানে আগে থেকেই ডিরেক্ট মেসেজ (ডিএম) ব্যবহার করা যায়।

টিকটকের মুখপাত্র জাশেল জোনস জানিয়েছেন, ‘ডিএম ফিচার শুধু ১৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত। তাই নতুন এই ভয়েস ও ছবি পাঠানোর সুবিধাও কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে।’

ফিচারগুলোতে থাকছে

ভয়েস মেসেজ পাঠানো: ব্যবহারকারীরা এখন সরাসরি ভয়েস রেকর্ড করে বন্ধুদের পাঠাতে পারবেন। তবে একটু সাবধান থাকতে হবে—মাইক্রোফোন আইকন চেপে ধরে রাখলে আঙুল ছেড়ে দিলেই অটো সেন্ড হয়ে যাবে মেসেজটি। বাতিল করতে চাইলে রেকর্ডিং চলাকালে আইকনটি ওপরের দিকে টেনে নিতে হবে।

ছবি ও ভিডিও পাঠানো: নতুন আপডেটে একসঙ্গে সর্বোচ্চ ৯টি ছবি বা ভিডিও পাঠানো যাবে। ভিডিওর দৈর্ঘ্য সীমাবদ্ধ থাকবে সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে এখন চলছে যোগাযোগের প্রধান মাধ্যম হওয়ার প্রতিযোগিতা। টিকটক চায়, শুধু ভিডিও প্ল্যাটফর্ম নয়—এখন তারা হোক বন্ধুবান্ধবদের সঙ্গে সংযোগের মাধ্যমও। আর সেজন্যই ডিএম ফিচারকে আরও সহজ ও ব্যক্তিগত করার দিকে মনোযোগ দিচ্ছে তারা।

টিকটক ব্যবহারকারীরা এখন শুধু ভিডিও দেখা বা আপলোড করেই থেমে থাকবেন না—চাইলে সরাসরি কথা বলা বা ছবি শেয়ার করেও আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই সুবিধা ধাপে ধাপে চালু হচ্ছে—সব ব্যবহারকারী একসঙ্গে না-ও পেতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।