ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিজ্ঞান-প্রযুক্তি
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. ভ্রমণ
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

Link Copied!

আজকের ডিজিটাল জীবনে হোয়াটসঅ্যাপ এক অবিচ্ছেদ্য যোগাযোগমাধ্যম। অফিসের জরুরি ফাইল পাঠানো হোক বা বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, হোয়াটসঅ্যাপ ছাড়া যেন দিন শুরুই হয় না আমাদের। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

তবে যাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ নেই, তারাও এবার পাবেন সরাসরি চ্যাট করার সুযোগ। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি সম্প্রতি ‘গেস্ট চ্যাট’ নামে একটি নতুন ফিচার আনতে চলেছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের বন্ধুদের বা পরিচিতদের সঙ্গে অ্যাপ ছাড়াই চ্যাট করতে পারবেন। অর্থাৎ এখন আর অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট খোলার ঝামেলা থাকবে না।

এই সুবিধা ব্যবহার করতে হলে যিনি চ্যাট করতে চান, তাকে একটি লিংক পাঠাতে হবে। সেই লিঙ্কের মাধ্যমে ওয়েব ব্রাউজারে সরাসরি চ্যাট শুরু করা যাবে। আরও ভালো খবর হলো, এই চ্যাটেও থাকবে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন, যা মূল হোয়াটসঅ্যাপ অ্যাপের মতোই চ্যাটের নিরাপত্তা নিশ্চিত করবে। ফলে অ্যাপ ব্যবহার না করলেও ব্যবহারকারীর বার্তা নিরাপদ থাকবে।

তবে কিছু সীমাবদ্ধতাও আছে। লিঙ্কের মাধ্যমে চ্যাট করলে ছবি, ভিডিও, জিফ, ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না। এ ছাড়া কলিং সুবিধা বা কোনো গ্রুপ চ্যাটও করা যাবে না। শুধুমাত্র টেক্সট মেসেজ পাঠানোই সম্ভব।

ওয়েবিটাইনফোরের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ এই ফিচার যোগের প্রস্তুতি চলছে। আশা করা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।