ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিজ্ঞান-প্রযুক্তি
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. ভ্রমণ
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গেইল-পোলার্ডের এলিট ক্লাবে হেলস

Link Copied!

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের সঙ্গী হলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩টি চার ও ৭টি ছক্কায় ৪৩ বলে ৭৪ রান করেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার হেলস। এই ইনিংস খেলার মধ্য দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান পূর্ণ করেন হেলস।

একদিন আগে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৯ বলে অনবদ্য ১৯ রানে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সেরই পোলার্ড। ২৪ ঘণ্টার ব্যবধানে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে নাম লেখালেন পোলার্ড ও হেলস।

সবার আগে এই তালিকায় নাম তুলেছেন ইউনিভার্সাল বস গেইল। ফলে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে আছেন গেইলই। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি শতক ও ৮৮টি অর্ধশতকে ১৪,৫৬২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

১৪ হাজার রান পূর্ণ করে তালিকার দ্বিতীয় স্থানে উঠেছেন হেলস। ৫০৯ ম্যাচ খেলে ৫০৫ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৮৯টি হাফ-সেঞ্চুরিতে হেলসের রান এখন ১৪,০২৪। ৭১৩ ম্যাচ খেলে ৬৩৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬৪টি হাফ-সেঞ্চুরিতে ১৪,০১২ রান আছে পোলার্ডের।

তবে ১৪ হাজার রান পূর্ণ করে অনন্য এক কীর্তি গড়েছেন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ও ৩শ উইকেটের মালিক তিনি। এই ফরম্যাটে ৩৩২ উইকেট আছে পোলার্ডের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।