কুষ্টিয়ায় আলোচিত ডেভেলপার ব্যবসায়ী সৃজন প্রোপার্টিজের মালিক খোকনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবশালী নেতাদের আস্থাভাজন হয়ে বিভিন্ন প্রকল্প ও ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন।
অভিযোগ রয়েছে, গত বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিদেশে পলাতক অবস্থানরত নেতাদের হুন্ডির মাধ্যমে অর্থ পাঠিয়েছে। এবং তাদের নির্দেশে ও সহযোগিতায় কুষ্টিয়ার বিভিন্ন প্রোগ্রামেও অর্থায়ন করেছেন। স্থানীয়রা দাবি করেন, আওয়ামী লীগের নানা অনুষ্ঠানেও তিনি আর্থিক সহায়তা দিয়ে থাকেন।
খোকনের বিরুদ্ধে আরও অভিযোগ, পৌরসভার অনুমোদিত প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ না করে নিজের মতো করে কাজ করার মাধ্যমে তিনি অধিক মুনাফা অর্জন করেছেন। জমির মালিকদের কাছ থেকে ডেভেলপার প্রকল্পের কথা বলে কোটি কোটি টাকা নেওয়ার পরও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করেননি বলেও অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, তিনি কুষ্টিয়ার ক্রিকেট লীগে প্রায় ১৭ লক্ষ টাকা খরচ করে আওয়ামী নেতাদের নজরে আসেন। তবে খোকনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: এমদাদুল হক
মোবাইল : ০১৭৬০-২১২১৯২
মা-মনি সুপার মার্কেট,(তৃতীয় তলা),এনএস রোড কুষ্টিয়া
ই-মেইল: dailyanusandhanpratidin@gmail.com