ঢাকাThursday , 10 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিজ্ঞান-প্রযুক্তি
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. ভ্রমণ
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার সাবেক এমপি রেজাউল ও টোকেন চৌধুরীর বাড়ির ফটকে দুদকের নোটিশ

Link Copied!

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহামেদ টোকেন চৌধুরীর বাড়ির প্রধান ফটকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী রেজাউল হক চৌধুরী ২০১৪ ও ২০২৪ সালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ছোট ভাই বুলবুল আহামেদ টোকেন চৌধুরী একসময় উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন এবং সদ্যসমাপ্ত নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
বুধবার (৯ জুলাই) দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল তাদের বাড়ি উপজেলার সোনাইকুন্ড গ্রামে গিয়ে এই দুটি নোটিশ ঝুলিয়ে দেন। নোটিশে নির্ধারিত ফরমে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপনের গুরুতর অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদক সক্রিয়ভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোটিশ টানানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ৫ জুলাইয়ের পর থেকে রেজাউল হক ও বুলবুল আহামেদ এলাকা ছেড়ে গেছেন এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও, টোকেন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয়ভাবে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করে আসছেন বলেও অভিযোগ উঠেছে।
এর আগে, গত ৩০ জুন আদালতের নির্দেশে দুদক তাদের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব জব্দ করে।
দুদকের উপসহকারী পরিচালক সাইদুর রহমান জানান, বাড়িতে কেউ উপস্থিত না থাকায় প্রধান ফটকে নোটিশ দুটি টানিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী না দিলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।