1. admin@dailyonusondhanpratidin.com : dailyop :
  2. md.emdadulhaq3762@gmail.com : newsdesk :
মাঠে তানজিম সাকিবের পানি খাওয়া প্রসঙ্গে যা বললেন মুশফিক - Daily Onusondhan Pratidin
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

মাঠে তানজিম সাকিবের পানি খাওয়া প্রসঙ্গে যা বললেন মুশফিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৩ Time View
Spread the love

ক্রীড়া প্রতিবেদক:

মুসলমানদের জন্য চলছে সংযমের মাস, মাহে রমজান। ইসলামের বিধান অনুয়ায়ী, পবিত্র এই মাসে প্রতিটি মুসলমানকে থাকতে হয় রোজা। সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকারই নিয়ম। এমনকি গতকাল বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা গিয়েছেন রোজা রেখেই মাঠে নামতে।

তবে মাঠে পানি খেতে দেখা গিয়েছিল তানজিম হাসান সাকিবকে। ইতিপূর্বেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইস্যুতে বেশ সমালোচিত ছিলেন তানজিম সাকিব। যা গতকাল উসকে দিয়েছে আরও কিছুটা। লঙ্কানদের ইনিংস শেষের পরেই এই নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা মুশফিকুর রহিমের কাছেও জানতে চাওযা হয় এ প্রসঙ্গে।

জবাবে মুশফিক খানিক হেসে বলেন, ‘আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন কোনো ইস্যুতে লিখতে পারে। আমি সবসময় ভালোটা প্রত্যাশা করব, আপনিও সবসময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট কী সেটা ভিন্ন। আমিও কিন্তু ওরকম জানি না।’

তবে মুশফিক জানান পেসারদের জন্য কঠিনের কথা, ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’

এমন বিতর্কের বাইরেও অবশ্য তানজিম সাকিব আজ মাঠে নিজের সেরাটাই দিয়েছেন। বিপজ্জনক হয়ে ওঠা দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং আভিস্কা ফার্নান্দোকে ফিরিয়েছেন দারুণ দুই ডেলিভারিতে। আরেক ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকেও ফেরান তিনি। ৮ ওভারে ৬১ রান তোলা শ্রীলঙ্কাকে দ্রুত আটকে দিতে কার্যকরী ভূমিকা ছিল তানজিম সাকিবের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 dailyonusondhanpratidin.com
Design & Developed BY Lalon Shah Web Host