ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিজ্ঞান-প্রযুক্তি
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. ভ্রমণ
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শুটিং শেষ করে শাহিদ কাপুরের আবেগঘন স্ট্যাটাস

Link Copied!

বলিউড অভিনেতা শাহিদ কাপুর। তার নতুন সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা ভিশাল ভার্দওয়াজের সঙ্গে এটা তার চতুর্থ সিনেমা। এর আগে এই জুটিতে তারা কামিনী ও হায়দারের মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাই নিজেদের সম্পর্ক ও নির্মাতার প্রতি ভালোবাসা জানিয়ে শাহিদ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আবেগঘন স্ট্যাটাস।

শাহিদ কাপুর তার স্ট্যাটাসে লিখেছেন, ‘এবং এর কাজ শেষ। এই বিশেষ ব্যক্তির সঙ্গে আমার চতুর্থ সিনেমা। তাই আনন্দের মাত্রা আকাশচুম্বী। সিনেমার নাম খুব শিগিগির জানানো হবে। প্রতিবারের মতো এই সিনেমাতেও দর্শকের জন্য চমক থাকবে। কারণ আমাকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখবে সবাই। এর আগে ভিশালের কামিনী ও হায়দার হয়েছি আমি। তার প্রতি কৃতজ্ঞতা। এ ছাড়া প্রথমবার তৃপ্তি দিমরির সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছে। তিনি দুর্দান্ত একজন আর্টিস্ট। সবকিছু মিলিয়ে সিনেমাটি আমার জন্য অনেক স্পেশাল। এর কারণ জানতে হলে সিনমাটি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

সিনেমায় শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি ছাড়া আরও অভিনয় করবেন, নানা পাটেকার, ফরিদা জালাল, অবিনাশ তিওয়ারি ও দিশা পাটানি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।