ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিজ্ঞান-প্রযুক্তি
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. ভ্রমণ
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নারী বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল

Link Copied!

আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৫ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ কোটি টাকা। পুরুষদের ২০২৩ সালের বিশ্বকাপ বিজয়ীদের অর্থ পুরস্কার থেকেও বেশি।

নারী বিশ্বকাপের জন্য সর্বমোট পুরস্কার রাখা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা। ছেলেদের ২০২৩ বিশ্বকাপের মোট পুরস্কারের থেকেও এটি বেশি। ২০২৩ বিশ্বকাপে মোট পুরস্কার ছিল ১০ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকা।

ফাইনালিস্টদের জন্য টাকার ছড়াছড়ি থাকছে এবারের নারী বিশ্বকাপে। রানারআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা ২৭ কোটি টাকা। আর চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১.৩২ মিলিয়ন ডলার, এবারের চ্যাম্পিয়ন দলের জন্য যা ২৩৯ শতাংশ বেশি।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ মনে করেন, এই পদক্ষেপ নারী ক্রিকেটে বিনিয়োগের একটি বড় ইঙ্গিত। তিনি বলেন, ‘এই পুরস্কার কাঠামো দেখায় যে, নারী ক্রিকেটাররা যদি পেশাদারভাবে খেলতে চান, তাহলে তারা পুরুষদের সমান মর্যাদা ও আর্থিক সুযোগ পাবেন।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।