“মানবতার সেবায় ২০০০ সদস্যের কমিটি, সারাদেশে শাখা গঠনের পরিকল্পনা”
পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার ভবানীপুর, হেলিবোর্ড বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো “হিলফুল ফুজুল ব্লাড ডোনার এসোসিয়েশন অব বাংলাদেশ”-এর প্রধান কার্যালয়।
শনিবার সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অফিস উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধনের পর পবিত্র কোরআন তেলাওয়াত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান মোঃ জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আতাহার মণ্ডল এবং জনপ্রতিনিধি মোঃ সাত্তার মেম্বার।
সংগঠনের নেতৃত্বে যারা
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল ও নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- সুমন হোসেন – প্রতিষ্ঠাতা পরিচালক
- ডাঃ সাহাজুর রহমান (সাজু) – সিনিয়র মহাপরিচালক
- আব্দুল্লাহ আল মুয়ফিফাক – পরিচালক
- ইসমাইল হোসেন – সভাপতি
সমাপনী বক্তব্য রাখেন সিনিয়র মহাপরিচালক ডাঃ সাজু।
সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,
- ইতোমধ্যে প্রায় ২০০০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
- নিয়মিত রক্তদান কার্যক্রম চলছে।
- ভবিষ্যতে সারাদেশে শাখা বিস্তারের পরিকল্পনা রয়েছে।
- মানবতার বৃহত্তর কল্যাণে শিগগিরই “হিলফুল ফুজুল মানব কল্যাণ ট্রাস্ট” গঠিত হবে।
অতিথিদের প্রতিক্রিয়া
উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে মানবসেবার অনন্য উদাহরণ বলে উল্লেখ করেন এবং সংগঠনের কার্যক্রমকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।