1. admin@dailyonusondhanpratidin.com : dailyop :
  2. md.emdadulhaq3762@gmail.com : newsdesk :
কুষ্টিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম রুপার চোরাচালানসহ একজন চোরাচালানকারি আটক - Daily Onusondhan Pratidin
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম রুপার চোরাচালানসহ একজন চোরাচালানকারি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১০ Time View
Spread the love

নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৯ মে, ২০২৩খ্রিঃ) কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবু রাসেল এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় এসআই(নিঃ)/অনুপ কুমার মন্ডল সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ রোকনুজ্জামান, এএসআই(নিঃ)/ মোঃ তৌহিদুজ্জামান, কং/১০২৩ মোঃ রাশেদুজ্জমান, কং/৫৩৩ মোঃ রেজবি আহম্মেদ, কং/১৩৩২ মোঃ সাকিন হোসেন, কং/৪৮৫ মোঃ সাজ্জাদুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সহ ধৃত আসামী ১। মোঃ বিদ্যুৎ হোসেন @ জান্টু (২৩), পিতা-মৃত আব্দুল আজিজ শেখ, সাং-ভেমরুল্লা, থানা-চুয়াডাঙ্গা  সদর, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হইতে উদ্ধার ও জব্দকৃত আলামত (র) সর্বমোট ০১ (এক) কেজি ৩০০ (তিনশত) গ্রাম রুপা, যাহার আনুমানিক বাজার মূল্য ২,২৪,০০০ (দুই লক্ষ চব্বিশ হাজার) টাকা জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার সাধারণ ডায়রী নং-২৬৯, ইং-২৩/০৫/২০২৩ তারিখ মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-২৩/০৫/২০২৩ তারিখ ১৪.৫০ ঘটিকার সময় বল্লভপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে একজন ব্যক্তি সীমান্তবর্তী ভারত হইতে চোরাচালানের মাধ্যমে চোরাই পথে ভারতীয় রুপা নিয়ে  বাগডাঙ্গা স্টীলব্রীজ হয়ে কুষ্টিয়ার দিকে আসিতেছে। উক্ত সংবাদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং-২৩/০৫/২০২৩ তারিখ ১৫.০৫ ঘটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন বাগডাঙ্গা সাকিনস্থ স্টীলব্রীজ এর অনুমান ৫০ গজ পূর্ব পাশে জনৈক মোঃ মসলেম উদ্দিন (৭৫), পিতা-মৃত মাহের আলী খান, সাং-বড় আইলচারা, থানা ও জেলা কুষ্টিয়া এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর পৌছাইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীকে ঘটনাস্থল থেকে ধৃত করি। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী (ক) মোঃ জহুরুল ইসলাম (৫০), মোবাঃ ০১৯৩৯-১৫৪৫৮৩, পিতা-মৃত আফসার মন্ডল, (খ) মোঃ আব্দুল আজিজ (৩৫), মোবাঃ ০১৩১৯-৭৭৮৫২৯, পিতা-মৃত সুরুজ মন্ডল, উভয় সাং-বড় আইলচারা, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া (গ) এএসআই(নিঃ)/মোঃ রোকনুজ্জামান, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়াগণ সহ আরো উপস্থিত লোকজনদের সম্মুখে ধৃত ব্যক্তিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে তার উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ বিদ্যুৎ হোসেন @ জান্টু এর কাধে থাকা বাদামী রংয়ের একটি চামড়ার সাইড ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো সর্বমোট ০১ (এক) কেজি ৩০০ (তিনশত)  গ্রাম রুপা (যাহা আমাদের সাথে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র দ্বারা ওজনকৃত) আসামী নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ইং-২৩/০৫/২০২৩ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় উদ্ধার পূর্বক জব্দতালিকা প্রস্তুত করি।জব্দকৃত আলামত সাক্ষীদের সম্মূখে বিধি মোতাবেক সীলগালা করি। জব্দতালিকায় উপরে উল্লেখিত সাক্ষীদ্বয় সহ সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ রোকনুজ্জামান এর স্বাক্ষর গ্রহন করি এবং আমি নিজেও স্বাক্ষর করি। ধৃত আসামী ও জব্দকৃত আলামত নিজ হেফাজতে গ্রহন করি। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ভারতীয় রুপা চোরাচালানের মাধ্যমে সরকারী রাজস্ব ফাঁকি দিয়া চোরাই পথে ভারত হইতে বাংলাদেশে আনায়ন করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে বহন করিতেছিল মর্মে প্রকাশ করে। আসামী উদ্ধারকৃত রুপার ক্রয়-বিক্রয়ের বৈধ কোন কাগজ পত্র দেখাইতে পারে নাই। ধৃত আসামী উদ্ধারকৃত রুপা সরকারী রাজস্ব ফাঁকি দিয়া চোরাই পথে ভারত হইতে বাংলাদেশে আনয়ন করিয়া ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ঝঢ়বপরধষ চড়বিৎ অপঃ, ১৯৭৪ এর ২৫-ই (ই) ধারার অপরাধ করিয়াছে। জব্দকৃত আলামত গোল্ড কিং জুয়েলার্স প্রোঃ মোঃ আশরাফুল ইসলাম, ঝিনাইদহ রোড, চৌড়হাস মোড়, কুিষ্টয়া এর মাধ্যমে সঠিকতা যাচাই করিলে উদ্ধারকৃত আলামত রৌপ্য বলিয়া তিনি মতামত প্রদান করেন ও পরিমাণ নির্ধারণ করেন। যাহার মূল কপি অত্রসাথে সংযুক্ত। উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিতে সামান্য বিলম্ব হইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 dailyonusondhanpratidin.com
Design & Developed BY Lalon Shah Web Host