ঢাকাFriday , 11 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিজ্ঞান-প্রযুক্তি
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. ভ্রমণ
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় কাঁচা মরিচের বাজারে আগুন

Link Copied!

কুষ্টিয়ায় এক সপ্তাহের ব্যবধানে ৬০টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতে আমদানি কম থাকায় এই দাম বৃদ্ধি পেয়েছে বলছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণেই সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে স্বল্প আয়ের মানুষেরা বিপাকে পড়ছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে কুষ্টিয়া পৌর বাজারে গিয়ে দেখা গেছে, এক সপ্তাহ আগে যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে তা আজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।
কুষ্টিয়া পৌর বাজারে আসা বিল্পব আহমেদ নামে এক ক্রেতা বলেন, গত সপ্তাহে যে কাঁচা মরিচ কিনেছি ৬০ টাকা কেজিতে তা আজ কিনতে হলো ২০০ টাকায়। আমরা নিম্ন আয়ের মানুষ। দিন এনে দিন খেতে হয়। হঠাৎ  এভাবে দাম বৃদ্ধি পেলে সংসার চালাবো কিভাবে। নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছে।
এদিকে অস্বাভাবিক ভাবে কাঁচা মরিচের বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাজারে আসা ক্রেতা-সাধারণ।
মরিচ বিক্রেতা মহির আলী বলেন, কাঁচা মরিচের দাম উঠানামা নির্ভর করে আমদানির ওপর। এখানে ব্যবসায়ীদের কোনো হাত থাকে না। বৃষ্টির কারণে আমদানি কম বেশি দামে কিনতে হচ্ছে এ কারণেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমদানি স্বাভাবিক হলেই দাম কমে আসবে বলে জানান এই মরিচ বিক্রেতা।
কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। অসাধু কোন ব্যবসায়ী যদি কোন অজুহাতে দাম বৃদ্ধি করে।তবে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।